গাইডলাইন ফর অনলাইন ইনকাম অ্যান্ড ইনভেস্টমেন্ট।
আমরা সারাজীবন হাড়ভাঙ্গা পরিশ্রম করে, ক্ষেতে, কল-কারখানা, অফিসে শ্রম দিয়ে টাকা পয়সা কামাই করলাম।
আর এই ছেলে নাকি, অনলাইনে (মোবাইল, কম্পিউটারে) ঘরে বসে বসেই টাকা ইনকাম করবে।
__তার জেনারেশন অনুযায়ী, নিজস্ব কনসেপ্ট তিনি প্রকাশ করেছেন। যা, তার এক্সপেরিয়েন্স এবং প্রত্যক্ষ প্রদর্শনী অনুযায়ী একদম সঠিক।
তবে, বর্তমান জেনারেশনের ছেলেপুলেকে অনলাইন ইনকামের বিষয়টি জিজ্ঞেস করলে, তারা এক কথায় উত্তর দিয়ে দিবে; হ্যা, এটি অবশ্যই সম্ভব। তারাও তাদের প্রত্যক্ষ কনসেপ্ট থেকেই উত্তর দিচ্ছে। তারা দেখেছে, তাদের সামনে অনেকেই অনলাইনে ইনকাম করছে। যদিও সে, এখন পর্যন্ত এক পয়সাও ইনকাম করেনি। যেহেতু, ক্ষেতে পুড়ে কিংবা ভারী/কষ্টকর কাজ না করে, ঘরে বসে, ফোনে দুই-একটা ক্লিক করেই ইনকাম করা যাচ্ছে; সেহেতু এ বিষয়ে সবার আলাদা একটা ঝোঁক থাকবে, এটাই স্বাভাবিক।
আর এই ঝোঁক থেকেই, অনেকে অনেক ধরণের ভুল করে ফেলে কিংবা তার মুল্যবান সময়গুলো অর্থহীন কাজে ব্যয় করে। আজকের পোস্ট'টি সম্পূর্ণ পড়লে আপনি জানতে পারবেন:- কোন কাজে আপনার মূল্যবান সময় অপচয় করা ঠিক নয়, কোন কাজে আপনি ক্ষতির সম্মুখীন পারেন এবং কোন কাজ করলে আপনি সত্যিই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি আগ্রহী হন, তাহলে আশা করি পোস্ট'টি সম্পূর্ণ পড়বেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন।
তাহলে চলুন শুরু করা যাক..
আমরা অনলাইন ইনকামের নেশায় গুগল, ফেসবুকে, ইনকামের মাধ্যম খুঁজতে থাকি, কিভাবে ইনকাম করা যায়। ইউটিউবে সার্চ দিলে তো আপনার সামনে বড় বড় করে লিখা ছবি (থাম্বনেইল) ওয়ালা ভিডিও চলে আসে:- ১ দিনে ১০০০ টাকা ইনকাম করুন। মাসে ৫০ হাজার টাকা ইনকাম করুন কোন কাজ না করে সপ্তাহে ১০০০০ টাকা ইনকাম করুন, আরে কাজ না করে শুধু ভিডিওটি দেখে বড়লোক হয়ে যান।
আমাদের মাইন্ড যেহেতু সেই বৃদ্ধ লোকটির মতোও এক্সপেরিয়েন্সড না। তাই আমরা মনে করি, হয়তোবা এভাবে আমি কোনো প্রকার কাজ না করেই কোটিপতি হতে পারবো।
আর অনলাইন ইনকামের চিন্তায়,
শুরু হয়ে গেলো আমােদের সময় অপচয় এবং ট্র্যাপে পড়ার যাত্রা।
যখনই, আপনি সেই সুন্দর লোভ-মাখানো ছবিতে ক্লিক করে ভিডিওটি ওপেন করবেন। তারা আপনাকে বিভিন্ন ইনকামের প্রুভ দেখাবে এবং জানবে, কিভাবে আপনি ইনকাম করতে পারবেন।
সেই ভিডিওগুলোর ৯০% ভিডিওই "অ্যাপ" ডাউনলোড করে কিংবা কোনো সাইটে গিয়ে "অ্যাডস" দেখে ইনকাম করা বিষয়ক। এছাড়াও কাউকে, সেই সাইট/অ্যাপে "অ্যাডস" দেখতে ইনভাইট করলে (মানে আপনার ইনভাইটেশন লিংকে ক্লিক করে, কাউকে এইরকম ইনকাম করতে নিয়ে আসলে) তারা কিছু টাকা দিবে।
হ্যা, আসলেই টাকা দিবে কিন্তু, তা খুবই নগণ্য।
প্রতি "অ্যাডস" দেখলে CPC/CPM (Cost per Click/Impression) অনুযায়ী তারা কমপক্ষে 0.5$ পর্যন্ত পেয়ে যায়, যার বাংলাদেশী মূল্য প্রায় ৪০ টাকা।
আর সেখানে আপনি কষ্ট করে সারাদিন "অ্যাডস" দেখে, সময় নষ্ট করে, সেই অ্যাপস/সাইট ওয়ালাকে প্রতি "অ্যাডস"-এ ৪০-৫০ টাকা ইনকাম করিয়ে দিয়ে, নিজে মাত্র ১-২ টাকা ইনকাম করবেন কিংবা তাও পাবেন কি না সন্দেহ।
দিন শেষে দেখা যায়, ১০০ "অ্যাডস" দেখে ইনকাম হয় ২০-৩০ টাকা। আর এই ২০-৩০ টাকা ইনকাম করে আপনি সবাইকে বলে বেড়ান, আরে জানিস? আমি অনলাইন থেকে ইনকাম করি।
কিন্তু, আলটিমেটলি আপনার যে মেগোবাইট খরচ হলো, সেইটার দাম কি উঠেছে?
ধরলাম আপনার আনলিমিটেড মেগাবাইট আছে কিন্তু আপনি সেই কাজে, যে সময় এবং পরিশ্রম দিলেন, তার মূল্য কি উঠেছে?
সেইটা না করে যদি প্রোপার ফ্রিল্যান্সিং শিক্ষা কিংবা আপনি কোনো স্কিলস ডেভেলপমেন্টের কাজ করতেন, তাহলে কি বেটার হতোনা?
আর, যার ভিডিও আপনি দেখেছেন, সে এইরকম একটি ভিডিও পাবলিশ করে করে সেখান থেকে বেশ কিছু রেফার পেয়ে যায় এবং তার দ্বারা সে ওই ইনকামটুকু করেছে। তবে, আপনি এতো রেফার কই পাবেন? ধরলাম আপনার বন্ধুদের দিয়ে করবেন, কিন্তু কতজন বন্ধু আছে আপনার?
সর্বোচ্চ ২০-২৫ জন।
আর এভাবে বন্ধুদের হাতে পায়ে ধরে, মাত্র ৫০-১০০ টাকা নাহয় ইনকাম করলেন,
এর থেকে বন্ধুদের কাছে বললেও তারা ৫-১০ টাকা করে আপনাকে ২০০-৩০০ টাকা এমনিতেই দিতো।
আপনার মাথায় এই চিন্তা আসতে হবে, যারা এই সিস্টেমটি তৈরি করে, বসে বসে আমাদের মাগনা কাজ করিয়ে টাকা নিয়ে যাচ্ছে, তারা কিভাবে করছে এবং তাদের মতো কিভাবে হওয়া যায়?
তবে, সে যদি "লোক ঠকানো" কাজ করে তাহলে অবশ্যই তা পরিত্যাগ করতে হবে।
(তাদের মতো বলতে, সেইরকম পর্যায়ে কিভাবে যাওয়া যায়, লোক ঠকানো চিন্তাভাবনা নয়)
এরপর কিছু স্প্যামিং রয়েছে:- যারা বিভিন্নধরনের লিংক দিবে এবং সেখানে ক্লিক করে, তাদের সাইটে একাউন্ট করতে বলবে।
একাউন্ট করলে তারা ১০-২০$ কিংবা ১০০-২০০$ (ডলার) দিয়ে দেয়। আর আপনি যখন দেখবেন আপনার একাউন্টে সত্যিই ১০০-২০০$ আসছে, তখন আপনি খুশিতে আত্মহারা হয়ে, আপনার বন্ধুবান্ধবদের সেখানে একাউন্ট করতে বলবেন।
আরও যদি তাদের জয়েন করার ফলে, আপনার একাউন্টে কিছু ডলার যুক্ত হয় তাহলে তো অবশ্যই, হাতে পায়ে ধরে জয়েন করাবেন।
তবে এখানে, তারা আপনার একাউন্টে ডলার শো করছে ঠিকই কিন্তু সেই টাকা আপনি আর হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবেননা। কারণ, তা শুধু আপনাকে/সবাইকে দেখিয়ে তারা একাউন্ট খুলে নিবে এবং ট্রাফিক বাড়াবে। সেটি আপনি তুলতে পারবেননা।
তবে, কিছু সাইট/অ্যাপস রয়েছে, যারা নিজের প্রচার-প্রচারণার জন্য সামান্য কিছু টাকা ইউজারকে দিয়ে থাকে।
আপনি কোন কাজ করার আগে অবশ্যই একটা জিনিস ভাববেন, তারা আপনাকে কেনো টাকা দিবে? এতে তাদের কি লাভ?
আর জয়েন করিয়ে তারা কি ১০০-২০০$ নিজে ইনকাম করতে পারবে?
আর এভাবে কতজনকে তারা টাকা দিবে?
এর উত্তর যদি আপনার কাছে পরিষ্কার না হয়, তাহলে সেটি আপনি করবেননা।
পৃথিবীতে এমন কোন মানুষ নেই, যারা আপনাকে ফ্রিতে টাকা দিবে।
আর টাকা তখনই দিবে, যখন আপনার থেকে সে বেশি লাভ করতে পারবে।
তবে, "দান করা" বিষয়টি আলাদা, দান করলে তো আর আপনাকে কিছু করতে হবেনা, তখন এমনিতেই দিবে।
তবে, এতো এতো মানুষকে, এতো ডলার করে দান করলে বিলগেইটসের টাকাও ফুরিয়ে যাবে।
এরপর ফেসবুকে দেখা যায়, অমুক কোম্পানি, তমুক কোম্পানি থেকে আইফোন লেটেস্ট ভার্সন গিফ্ট করবে, এতো এতো টাকা দিবে ইত্যাদি ইত্যাদি।
একবার চিন্তা করুন, তারা কতজনকে টাকা/ফোন গিফ্ট করবে? তাদের কি টাকা বেশি হইছে?
বিষটি যে স্প্যাম, তা একটু চিন্তা করলেই বোঝা যায়।
তারপর দেখা যায় এই লিংকে ক্লিক করে আপনার বিকাশ একাউন্ট, পাসওয়ার্ড দিন আমরা ৫০০ টাকা করে সেন্ট করবো। সাথে এই মেসেজটি ২০ জায়গায় শেয়ার করুন।
আর আমরা ভাবি, হয়তোবা টাকা পাবো, আর না পেলেই বা কি, আমার তো লস নেই। তবে, আপনার বিকাশ একাউন্ট ইনফো দেয়ার ফলে তারা আপনার বিকাশ একাউন্টের এক্সেস নেয়ার চেষ্টা করবে।
সাথে আপনি যে শেয়ার করছেন এতে করে তারা ফ্রিতেই তাদের মার্কেটিং/ভিজিটর পেয়ে যাচ্ছে, আর আপনি ফ্রিতেই তাদের কামলার মতো কাজ করে দিচ্ছেন।
আপনি যাস্ট চিন্তা করবেন, আমাকে তারা কেন টাকা অথবা অন্যকিছু দিবে?
আমার দ্বারা তাদের কোন লাভটি হয়েছে কিংবা হবে?
যদি কোন লাভ খুঁজে না পান, তাহলে শিওর থাকুন সেটা স্প্যাম কিংবা আপনি কিছুক্ষণের জন্য তাদের ফ্রি কামলা। বিশ্বাস করেন আর নাই করেন, পৃথিবীতে এমন কোন লোক নেই যারা মাগনা মাগনা সবাইকে টাকা দিবে।
.
.
নেক্সট পার্ট আসবে ইনভেস্টমেন্ট, কিছু প্রতারণার মাধ্যম এবং
কোন ধরণের কাজ করলে আপনি আসলেই লাইফটাইম ইনকাম করতে পারবেন এবং ভালো পর্যায়ে থাকতে পারবেন, সে বিষয়ে। এজন্য এটি শেয়ার করুন এবং কমেন্ট করে আমার সাথেই থাকুন।
তবে ভালো রেসপন্স না পেলে হয়তোবা নেক্সট পার্ট দিবোনা।